Join Our Telegram channel! name='keywords'/> যেকোনো ছবি কে পিডিএফ ফাইল তৈরি করার উপায় | How to make an image into a pdf file

Ticker

10/recent/ticker-posts

Ads

যেকোনো ছবি কে পিডিএফ ফাইল তৈরি করার উপায় | How to make an image into a pdf file

পিডিএফ ফাইল এমন কিছু ডিজিটাল ডকুমেন্ট যা অনেক সহজেই একজন পাঠক পড়তে পারেন। একটি স্মার্ট মোবাইল বা ট্যাবলেট ব্যবহার করে, উক্ত পিডিএফ ফাইল গুলো কে পড়া এবং তৈরি করা যায়।তো আমাদের এই পোস্টে আপনাকে জানাব মোবাইলে পিডিএফ ফাইল তৈরি করার উপায় সম্পর্কে।কারণ বর্তমান ডিজিটাল যুগে এন্ড্রয়েড মোবাইলে একটি পিডিএফ ফাইল তৈরি করা অনেক সহজ ব্যাপার। পিডিএফ ফাইল তৈরি করার জন্য আমাদের মোবাইলে বিশেষ কিছু এপস দরকার হয়।পিডিএফ ফাইল পড়া ও তৈরি করার জন্য ইউজার’রা উক্ত এপস ‍গুলো নিয়মিত ব্যবহার করেন।তাই আপনি যদি মোবাইলে পিডিএফ ফাইল তৈরি করতে চান? তবে আমাদের দেওয়া আর্টিকেল শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।আপনার মোবাইলে আপনার ইচ্ছা মতো যে, কোন ডকুমেন্ট পিডিএফ করতে পারবেন। বিশেষ করে, কোন ছবি, ওয়ার্ড ফাইল ইত্যাদি সব কিছুই পিডিএফ ফাইলে রুপান্তরিত করতে পারবেন।তো চলুন আর সময় নষ্ট না করে, মোবাইলে পিডিএফ ফাইল তৈরি করার উপায় জেনে নেওয়া যাক। ( PDF free download )


সকল ডিজিটাল সার্ভিস সম্পর্কে জানতে এখনই ভিজিট করুন


একটি ছবি কে পিডিএফ ফাইল তৈরি করার উপায় | How to make an image into a pdf file


একটি ছবি কে পিডিএফ ফাইল তৈরি করার উপায়

আপনার কাছে যদি কোন পিডিএফ ফাইল থাকে। তবে সেটি কম্পিউটারে এবং মোবাইলে একই ভাবে প্রদর্শন হয়।এখন আপনারা মোবাইল দিযে পিডিএফ ফাইল তৈরি করলে সেটি কম্পিউটার, ল্যাপটপ সব জায়গায় চালু করতে পারবেন।মোবাইল দিয়ে একটি ছবি পিডিএফ ফাইলে রুপান্তর করা অনেক সহজ ব্যাপার। আমি আপনাকে কিছু পদক্ষেপ দেখাব।যা অনুসরণ করে, আপনার মোবাইল দিয়ে সহজেই পিডিএফ ফাইল বানিয়ে নিতে পারবেন। ( PDF converter )

কনভার্ট ইমেজ ফাইল টু পিডিএফ

আপনার যে কোন ছবি পিডিএফ ফাইল করতে চাইলে। আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে খুব সহজেই পিডিএফ করতে পারবেন। তো নিচে দেওয়া ধাপ গুলো ফলো করুন।

*সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে একটি ওয়েব ব্রাউজারে যেতে হবে।

*তারপরে, গুগল সার্চ থেকে সার্চ করতে হবে- Image to PDF Creator.

*তারপরে, প্রথমে যে সাইট দেখতে পারবেন মানে, smallpdf.com এই সাইটে প্রবেশ করবেন।

*উক্ত সাইটে আপনারা যে কোন ছবিকে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন।

*এখন আপনি যে ছবি পিডিএফ করতে চান। সেটি সরাসরি উক্ত ওয়েবসাইটে আপলোড করবেন।

*তারপরে ছবি আপলোড হলে আপনারা সরাসরি কনভার্ট অপশনে ক্লিক করে দিবেন।

*কিছু সময় পরে আপনার ছবিটি পিডিএফ ফাইলে তৈরি হবে।

*সর্বশেষ আপনাকে ডাউনলোড অপশন দেওয়া হবে। সরাসরি ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার ছবি টি পিডিএফ ফাইলে মেমোরি স্টোরেজে সেভ হয়ে যাবে।

বন্ধুরা, আপনারা যারা কম্পিউটার এবং মোবাইল সফটওয়্যার ছাড়া ছবি বা যে কোন ফাইল পিডিএফ এ রুপান্তরিত করতে চান।তাহলে উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে, খুব সহজে পিডিএফ বানাতে পারবেন।আবার আপনারা যারা সব সময় অ্যাপ দ্বারা যে কোন ফাইল পিডিএফ তৈরি করতে চান? তারা গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।তো মোবাইলে যে সকল অ্যাপ ব্যবহার করে, ফ্রিতে পিডিএফ ফাইল বানাতে পারবেন। তার মধ্যে জনপ্রিয় কিছু এপস সম্পর্কে জানতে নিচের অংশ দেখুন।  ( PDF free download )

মোবাইল পিডিএফ ফাইল তৈরি করার পিডিএফ অ্যাপস

মোবাইলে পিডিএফ ফাইল তৈরি করার জন্য নিচে দেওয়া পিডিএফ এপস গুলো ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যান।তবে আমি আপনার সুবিধার জন্য এপস গুলো ডাউনলোড করার লিংক শেয়ার করেছি। এক ক্লিক করে ডাউনলোড করতে পাবেন।

মোবাইলে Image to PDF-PDF Maker অ্যাপ ।

মোবাইলে Document Scanner – PDF Creator অ্যাপ।

মোবাইলে Adobe Scan: PDF Scanner অ্যাপ ।

মোবাইলে PDF Maker / OrangePalm অ্যাপ ।


অনলাইন থেকে টাকা ইনকাম সহ যেকোনো প্রয়োজনীয় সেবাগুলো পেতে নিচে দেওয়া লিংকে কপি করে গুগলে সার্চ করে নিয়মিত ভিজিট করতে পারেন

https://www.digitalbangla360.com/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ