Join Our Telegram channel! name='keywords'/> যেভাবে আপনিও পাসপোর্ট বানিয়ে অন্য দেশে চলে যেতে পারবেন | How you can make a passport and go to another country

Ticker

10/recent/ticker-posts

Ads

যেভাবে আপনিও পাসপোর্ট বানিয়ে অন্য দেশে চলে যেতে পারবেন | How you can make a passport and go to another country

যখনই আপনি যে কোন দেশে প্রবেশ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার কোন পাসওয়ার্ড থাকছে ততক্ষণ অনুভূবেশ হিসেবে গণ্য করা হবে না আপনাকে। কিছু দালালচক্র এই পাসপোর্ট করার ব্যাপার কেউ কি ও বেশ জটিল করে ফেলেছে আজকাল সময়ে। যার কারণে সৃষ্টি হচ্ছে নানান ধরনের জটিলতা। আপনার পাসপোর্ট খোঁজ করা হবে তখন যখন আপনি বৈধভাবে যে কোন দেশে যেতে চাইলে প্রথমে অফিসিয়াল ভাবেই চাইবে তখন। তবে যারা জটিলতার ভিতরে পড়েছেন তারা এই ক্ষেত্রে কি করবেন কিংবা কি করা উচিত? অনেকেই তো পাসপোর্ট তৈরি করার আশা ছেড়ে দিয়েছেন তবে একেবারেই না। আমি বলব আমাদের এই পুরো আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে একবার হলেও পড়বেন তাহলেই হয়তো বুঝতে পারবেন এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য। আর আপনারা সাথে থাকছেন ডিজিটাল বাংলা ৩৬০ এর সাথে।


যেভাবে আপনিও পাসপোর্ট বানিয়ে অন্য দেশে চলে যেতে পারবেন | How you can make a passport and go to another country
নিজে নিজেই ই পাসপোর্ট বানানোর সহজ উপায় জেনে নিন


পাসপোর্ট তৈরি করতে আপনার কি কি প্রয়োজন পড়বে?

আসলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড়ের পাশাপাশি স্টেপ ফলো করলেই আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন সুন্দরভাবে। তবে পাসপোর্ট তৈরি করতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অত্যন্ত প্রয়োজন সেগুলো নিচে উল্লেখ করা হলো।

*অবশ্যই ফি প্রদান করতে হবে।

*সকল ডকুমেন্ট দিতে হবে প্রয়োজনীয়।

*আপনাকে কালেক্ট করতে হবে আবেদন ফরম।

*আর তারপরেই ফরম পূরণ করতে হবে।

*আর ঠিক তারপরেই অফিসের খোঁজ করতে হবে আপনার।

*আর ফর্মটি সঠিক অফিসে জমা দেওয়া।

*টোকেন কালেক্ট করতে হবে আপনার।

*অবশ্যই ভেরিফিকেশন করতে হবে পুলিশের।

*পাসপোর্ট সংরক্ষণ করে ফেলতে হবে আপনার।


আরো পড়ুন: ই পাসপোর্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন এখানে

পাসপোর্ট করার সহজ নিয়ম

আপনারও আপনার নিজের দেশ সম্পর্কে জাতীয় তথ্যগুলি দেওয়া থাকে এমন একটি ডকুমেন্ট কে বলা হয়ে থাকে পাসপোর্ট। আর সে পাসপোর্টটি মূলত আকারে অনেকটা ছোট হলেও কাজে অনেকটা বড় হয়ে থাকে। বিদেশ ভ্রমণের অনুমতি সহ অন্যান্য তথ্য থাকে এই পাসপোর্ট এর ভিতরে। যা এ বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষদেরকে দিয়ে থাকে। তবে হ্যাঁ এই পাসপোর্ট করার জন্য আপনার কিছু গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন হবে। পাসপোর্ট করতে হলে অবশ্য আপনার ফরম পূরণ করতে হবে। তাছাড়াও যেখানে জমা দিবেন সেখানে আপনাকে সম্পূর্ণ তথ্য বলে দেওয়া হবে। আসলে পাসপোর্ট বানানো ব্যাপারটা ততটাও কঠিন নয় যতটা আমরা ভেবে থাকি

ডিজিটাল বাংলা ৩৬০ অনলাইন ইনকাম ভিত্তিক খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন এখানে ক্লিক করে 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ