Join Our Telegram channel! name='keywords'/> ধনী হওয়ার সহজ উপায় কি? | কোটি টাকা আয় করার উপায় | 6 Best Habits of Rich and successful persons

Ticker

10/recent/ticker-posts

Ads

ধনী হওয়ার সহজ উপায় কি? | কোটি টাকা আয় করার উপায় | 6 Best Habits of Rich and successful persons

বর্তমান সময়ে টাকা ছাড়া মানুষ অচল বললেই চলে। কারণ টাকা ছাড়া আমরা প্রতিষ্ঠিত হতে পারব না। তাছাড়া যে কোন চাকরি কিংবা ব্যবসা করার ক্ষেত্রে টাকার বিকল্প কিছুই নেই। তবে আমরা সকলেই ধনী হওয়ার কল্পনা দেখে  থাকি  । তবে আমরা গরীব কিংবা ধনি হব তা ডিসাইড করে থাকে আমাদের স্রষ্টা। তবে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে  ধনী হওয়ার জন্য। ধনী হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে পুপার প্ল্যানিং। আমরা প্রায় সকলেই জানি চেষ্টা সাফল্যের চাবিকাঠি। চেষ্টা না করলে সাফল্য এমনি এমনি চলে আসবে না। আমাদের ওয়ার্ল্ডের ভিতরে ওয়ারেন বাফিট একজন অন্যতম ধনী ব্যক্তি। তার মুখের কথা এমন কিছু অভ্যাস আছে যা যে কাউকে ধনী-বানাতে  সাহায্য করবে। তাছাড়া Money Habits এর কথা ওয়ারেন বাফিট  তার প্রায় অনেক ইন্টারভিউতেও বলেছে। তো আজকের  রিভিউতে ওয়ারেন বাফিট এর উল্লেখ করা এমন ছয়টি অভ্যাস এর কথা বলব যে অভ্যাসগুলো সঠিকভাবে ব্যবহার করলে টাকা সঞ্চয় করতে পারবো যে কেউ এবং টাকা থেকে আরো অনেকগুলো টাকা বানাতে সক্ষম হবেন।তো এবার চলে যাওয়া যাক ওয়ারেন বাফিট এর ছয়টি অভ্যাস এর ব্যাখ্যায়।

ধনী হওয়ার সহজ উপায় কি?


নাম্বার 1

ওয়ারেন বাফিট এর কথা অনুযায়ী সর্বপ্রথম অভ্যাস করতে হবে কখনো কোনো সুযোগ হারানো যাবে না। তবে  ছোট কিংবা বড় যেকোনো সুযোগ হারানো যাবে না। কারণ আমরা জানি সবার সুযোগ সবসময় আসে না। তবে যে সময়ে আসে
থাকে সু ভাবে ব্যবহার করে ধনী হতে পারেন। ওয়ারেন বাফিট সব সময় বলে থাকে আপনার মস্তিষ্ক কে একজন অন্ত্রাপনীয়র এর মত ভাবতে। কারণ একজন অন্ত্রাপনীয়র কখনো তার লাইফের ছোট কিংবা বড় সুযোগ হারাতে চায়না। এবং ছোট কিংবা বড় সুযোগ গুলো একজন অন্ত্রাপনীয়র তার লাইফে সমান চোখে দেখে থাকে । যার সু কার্যকর দিক ব্যবহার করে সে ধনী হওয়ার দিকে আগায়। ওয়ারেন বাফিট সব সময় ছোট কিংবা বড় সুযোগ খুঁজতেন।

নাম্বার 2

নতুন কিছু জানা এবং নতুন কিছু শিখা কখনোই বন্ধ করবেন না । ওয়ারেন বাফিট সব সময় বলে থাকেন আপনি যত বেশি শিখবেন তত বেশি উপার্জন করতে পারবেন। তাই শিখুন ইনভেস্ট করুন এবং সফলতা অর্জন করুন। আমরা হয়তো প্রায় সকলেই জানি ওয়ারেন বাফিট এর প্রধান উৎস হলো শেয়ার মার্কেট investman । তাই ওয়ারেন বাফিট সব সময় মার্কেট, ইনভেস্টমেন্ট এবং অন্যান্য বিভিন্ন উন্নতমানের কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করতেন। তাই আপনিও যদি শেভিং , ইনভেস্টমেন্ট অন্য যেকোন বিষয়ে সফল হতে চান তাহলে সেই ফিলড সম্পর্কে জানুন কিংবা নতুন স্কিল করুন।

নাম্বার 3

ধনী হতে হলে আমাদেরকে আয়ের থেকে ব্যয়  কম করতে হবে। ওয়ারেন বাফিট তাই সব সময় বলে থাকে আয়ের থেকে ব্যয় কম করা ধনী হওয়ার অন্যতম একটি বিষয়। আর আমাদের আয়ের থেকে ব্যয় কম করার জন্য সর্বপ্রথমে অপ্রয়োজনীয় ব্যয়গুলো ট্যাগ করতে হবে। আমাদের মাঝে প্রায় 95%
লোক অপ্রয়োজনীয় ব্যয় বেশি করে থাকে। যার কারণে তারা ধনী হওয়ার দিকে কম এগিয়ে যেতে পারে। ধনী হওয়ার জন্য  আপনাকে সব সময় প্রয়োজন দিকগুলোতে ব্যয় বা ইনভেস্ট করতে হবে। তার জন্য আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে কোনটা প্রয়োজন কিংবা কোনটা সখ।

নাম্বার 4

সেফটি সবার আগে । ওয়ারেন বাফিট তার ইন্টারভিউর প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই সেফটির কথা বারবার তুলে ধরেছে। ওয়ারেন বাফিট বলে থাকেন 
বেশি লাভের জন্য বেশি ইনভেস্ট করা একজন বোকার কাজ । তাই আপনাকে সব সময়  ফোকাস রাখতে হবে আপনার টাকার দিকে। এই ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার ভয় একটু বেশি রয়েছে। তাই আপনার যতটুকু গেলে গায়ে বাঁঝবে না ওই পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারেন। তবে সবার প্রথমে ছোট ছোট বাজেটে ইনভেস্ট করতে হবে এবং সবার আগে সেফটি নিশ্চিত করে তারপরে ইনভেস্ট করতে হবে।

নাম্বার 5

Short time নয় long time benefit এ লক্ষ্য করুন। ওয়ারেন বাফিট এর ধনী হওয়ার অন্যতম একটি কারণ হলো তিনি সবসময় জেনে বুঝে তারপরে কোয়ালিটি স্টক করেন। আর সেটা লং টাইম পর্যন্ত ধরে রাখার চেষ্টা রাখে। ওয়ারেন বাফিট সব সময় মনে করেন short time এর তুলনায় long time ইনভেস্টমেন্ট বেশি লাভজনক। এখান থেকে আমাদের শিক্ষনীয় বিষয় হলো আমরা short time ইনভেস্টমেন্ট একেবারেই যে করবো না তা নয় করব কিছুটা কম আর long time ইনভেস্টমেন্ট আমাদের সবসময়ের জন্য চালু রাখতে হবে। তার মানে এটা খুব সহজেই ভরা যেতে পারে আপনি যখন কোন ইনভেস্টমেন্ট করতে চান তাহলে long time ইনভেস্টমেন্ট এর কথা মাথায় রাখুন। তবে short time ইনভেস্টমেন্ট করলে দেখা গেছে আমাদের হয়তো কিছু টাকা কম আয় হবে। তবে আস্তে আস্তেই কিন্তু তা হাই লেভেলের আয় দিকে চলে যাবে।

নাম্বার 6

যতক্ষণ পর্যন্ত ভরসা পাবেন না ততক্ষণ ইনভেস্ট করবেন না। ওয়ারেন বাফিট 
বলেছেন ধনী হওয়ার ক্ষেত্রে এই বিষয়টি অন্যতম একটি দিক । কারন আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা মানুষকে প্রতারিত করা তাদের একটি পেশা। এই সম্পর্কে ওয়ারেন বাফিট বলেন অন্যান্য যেকোনো পর্যায়ে কিংবা মার্কেটে ততক্ষণ পর্যন্ত ইনভেস্ট করা উচিত নয় যতক্ষণ পর্যন্ত আপনি তার ভরসা পাচ্ছে। আপনি যদি আপনার ভবিষ্যৎ প্ল্যান করছেন তাহলে আপনি সর্ব প্রথমে সেটার কে জানুন বা বুঝুন যদি সেটা ভরসা মূলক ভাবে হয় তবে এই এগিয়ে যান আর যদি সেটা ভরসাযোগ্য না মনে হয় তাহলে সেটার আশা ছেড়ে দিন। কোন ইনভেস্টমেন্ট এ মনে একটুও কনফিউশন থাকলে বা না জেনে শুনে অন্য কারো মতামতে ইনভেস্ট করেন তাহলে ওই ইনভেস্টমেন্ট আপনাকে চিন্তায় কিংবা টেনশনে ফেলে দিবে। তাই অপেক্ষা করে ওই ইনভেস্টমেন্ট এর উপর ভিত্তি করে জানুন বুঝুন তারপর ইনভেস্ট করুন। আর এই ছিল ওয়ারেন বাফিটের ছয়টি অভ্যস্ত কার্যকর । এই ছয়টি বিষয়ের উপর কার্যকর  গুলোর 
করেন তাহলে আপনাকে টাকা থেকে আরও টাকায় এবং টাকা সঞ্জয় করতে সক্ষম হবেন।


তবে একটি পরামর্শ রইল যদি আপনি ঝুঁকি নেওয়ার মতো ব্যক্তি না হন তাহলে কখনোই বেশি ঝুঁকি নিবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ