Join Our Telegram channel! name='keywords'/> সরকারি পোস্ট অফিস সঞ্চয়পত্র কেনার নিয়ম ২০২৩ A to Z -Digital Bangla 360

Ticker

10/recent/ticker-posts

Ads

সরকারি পোস্ট অফিস সঞ্চয়পত্র কেনার নিয়ম ২০২৩ A to Z -Digital Bangla 360

বাংলাদেশ সরকার তাদের কর্মকান্ড গুলোতে আস্তে আস্তে একের পর এক পরিবর্তন করে যাচ্ছে । তাদের কর্মকাণ্ডগুলোকে অনলাইন আওতায় নিয়ে যাওয়ার ফলে কর্মকাণ্ডগুলোকে পরিচালিত করাটা এখন অনেকটাই সহজ হতে যাচ্ছে । সরকারের প্রায় প্রতিটা কর্মকান্ডগুলোকে এখন আমরা অনলাইন ভিত্তিক কাজের আওতায় নিয়ে আসতে দেখতে পাচ্ছি । ডাকঘর ব্যাংকের মেয়াদি বা এফডিআর যে হিসাবটি রয়েছে  সেখানে কিন্তু আবারো নতুন নিয়ম চালু করা হলো । একটি বিষয় আমরা হয়তোবা সকলেই জানি সঞ্চয়পত্র এখন অনলাইনে কিনতে হয় অটোমিশন প্রক্রিয়ার মাধ্যমে । এখন কিন্তু আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে আর সেটি হল সঞ্চয়পত্র কেন অটমিশন প্রক্রিয়ার মাধ্যমে কিনতে হবে ? অনলাইন থেকে সঞ্চয় পত্র কিনার অন্যতম একটি কারণ হলো একটি জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে একাধিক ব্যাংকের সঞ্চয় পত্র যাতে কেউ সংগ্রহ করতে না পারে । বিষয়টিকে আপনাদের মাঝে আরো একটু সহজ ভাবে বলি অনলাইন থেকে অটোমিশন সঞ্চয়পত্র কিনার মাধ্যমে একটি পরিচয় পত্রের উপর ভিত্তি করে একটি সঞ্চয়পত্র সংগ্রহ করা যাবে । আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন । ঠিক একই ভাবে ডাকঘরের আন্ডারে যে মেয়াদী হিসাব রয়েছে বা ফিক্সড ডিপোজিট রয়েছে সেটাও কিন্তু চালু হতে যাচ্ছে অনলাইন বা অটো মিশন প্রক্রিয়ার মাধ্যমে । এখন আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি যাদের পুরাতন একটি এফডিআর একাউন্ট রয়েছে তারা হয়তো বা সেটিকে ভেঙে পুনরায় ডাকঘর থেকে টাকা উঠাতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরনো হিসাব অনুযায়ী মুনাফা পাবেন না । এক্ষেত্রে আপনাকে অনলাইন বা অটোমিশন প্রক্রিয়ায় গিয়ে টাকা জমা রাখতে হবে । এক্ষেত্রে আপনার সাধারন হিসাব বা মেয়াদী হিসাব পুরনো প্রক্রিয়ায় হবে না নতুন করে যে আইন করা হয়েছে সেটার উপর ভিত্তি করে সাধারণ হিসাব বা মেয়াদী হিসাব করা হবে । ( ডাকঘর সঞ্চয়পত্রের নতুন নিয়ম )



সরকারি পোস্ট অফিস সঞ্চয়পত্র কেনার নিয়ম ২০২৩ A to Z -Digital Bangla 360




নতুন বছরে পোস্ট অফিসে ফিক্সড  ডিপোজিট করার নিয়ম 


এখন আপনারা যদি নতুন বছরের নিয়ম অনুসারে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি যখন 5 লক্ষ টাকার উপরে পোস্ট অফিসে হিসাব করবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে টিআইএন সার্টিফিকেট এর পাশাপাশি আয়কর রিটান সাবমিট করতে হবে । অন্যথায় যারা নতুন নিয়মে পোস্ট অফিসে বিনিয়োগ করতে চাচ্ছেন সেটা কিন্তু করতে পারবেন না । পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য আপনাদেরকে অবশ্যই টিআইএন সার্টিফিকেট এর পাশাপাশি আয়কর রিটান সাবমিট করতে হবে । আমরা সকলেই হয়তো একটি বিষয় জানি ফিক্সড ডিপোজিট এর মেয়াদ সাধারণত তিন বছর থাকে । তবে আপনারা যদি চান তাহলে আপনাদের ইচ্ছেমতো এক বছর বা দুই বছর রাখতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা মুনাফার পরিমান কিছুটা কম পাবেন । ডাকঘরে ফিক্সড ডিপোজিটে আপনারা যে বিনিয়োগ করবেন সেটার মুনাফার পরিমান আপনারা চাইলে ছয় মাস পর পর উঠাতে পারবেন । তবে আপনি যদি চান বিনিয়োগ করা টাকাগুলো একেবারে তিন বছর পর মুনাফা সহ উঠাবেন তাহলে কিন্তু সেটাও পারবেন । মুনাফার টাকা গুলো আগে কিন্তু আমরা চেকের বিনিময়ে উঠাতে পারতাম কিন্তু এখন আপনারা ব্যাংকের মাধ্যমেও নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে নিয়ে টিআইএন সার্টিফিকেটের উল্লেখ করতে হবে আপনি কোন মাধ্যমে মুনাফার টাকা গুলো নিতে চাচ্ছেন । আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি একজন মেয়াদি হিসেবে একক নামে সর্বোচ্চ 10 লক্ষ এবং যৌথ নামে সর্বোচ্চ 20 লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে , আর এক্ষেত্রে সঞ্চয়পত্রের সাথে কোন সম্পর্ক থাকছে না । ( পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট 2022 )



সঞ্চয়পত্রের মুনাফার হার কেমন হবে ?


আমরা সকলেই হয়তো একটি বিষয় জানি সঞ্চয়পত্রের মেয়াদি হিসাব সাধারণত তিন বছর হয়ে থাকে । এর উপর ভিত্তি করে মুনাফার হার সাধারণত 11.28 % হয়ে থাকে । সঞ্চয়পত্রের উপর ভিত্তি করে আপনার যখন কোন বিনিয়োগ রাখবেন ফিক্সড ডিপোজিটে তখন আপনারা প্রথম বছরে সে টাকাগুলো উঠাতে পারবেন তবে এক্ষেত্রে আপনাদের মুনাফার হার 11.00 % হিসেবে এবং আপনারা যদি দ্বিতীয় বছরে টাকা উঠাতে চান তাহলে মুনাফার হার পাবেন 10.70% । চেকের মাধ্যমে টাকা জমা দিতে হলে সিনিয়র পোস্টমাস্টার এর নামে চেক আনতে হবে । চেকের পিছনে ব্যাংকের সিল বা ব্যাংক প্রদত্ত পজিটিভ পেমেন্ট ইনস্ট্রাকশন ফরম এর স্টেটমেন্ট লাগবে । এক্ষেত্রে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে জিপিওর বাহিরে সঞ্চয় পত্র পাওয়া যাবে এবং সেটার মূল্য 10 থেকে 20 টাকা হতে পারে । ডাকঘরের যেই স্থানে সঞ্চয়পত্র জমা দেওয়া হয়ে থাকে সেটাকে জিপিইউ বলা হয়ে থাকে আর জিপিইউতে সঞ্চয়পত্র জমা দেওয়ার সময় হলো সকাল 9 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত । ( ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব )



ডাকঘরে একাউন্ট খোলার জন্য কি কি পেপার জমা দিতে হবে ?


ডাকঘরে আপনি মেয়াদি হিসাব খুলুন বা সাধারণ হিসাব খুলুন সেক্ষেত্রে আপনাদেরকে একাউন্ট তৈরি করার জন্য যে পেপারগুলো ডাকঘরে জমা দিতে হবে সে বিষয়ে আলোচনা করা হলো । ( ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খোলার নিয়ম )


1/ আমানতকারীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমনীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে ।

2/ আমানতকারী এবং যিনি নমনী রয়েছে তাদের উভয়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে ।

3/ এখন যিনি নমিনী রয়েছে তিনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় বা তার যদি জাতীয় পরিচয় পত্র না থাকে সেক্ষেত্রে কিন্তু নমুনীর জন্ম নিবন্ধনের সনদ জমা দিতে হবে ।

4 / আমানতকারী এখানে যদি 2 লক্ষ টাকার বেশি নিয়োগ করতে চায় তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে টিআইআইএন সার্টিফিকেট জমা দিতে হবে । 

5/ এর পূর্বেই যদি কারো একাউন্ট থেকে থাকে তাহলে তার ক্ষেত্রে সর্বোচ্চ 5 লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে টিআইআইএন সার্টিফিকেট জমা দিতে হবে ।


6/ আর জিপিইউর ক্ষেত্রে একক নামে সর্বোচ্চ 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে আপনারা জাতীয় পরিচয় পত্র জমা দিলেই হবে । তবে যৌথ নামে সর্বোচ্চ 20 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে 2 টি জাতীয় পরিচয় পত্র জমা দিলেই হবে । বর্তমান সময়ে এই নিয়মগুলো চালু রয়েছে তবে আগামীতে এর পরিবর্তন হতে পারে ।


আশা করি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন । ডাকঘর অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি কি ধরনের সুবিধা পেতে পারি সে বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে । 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. When you make your first two deposits of $20 or more, you’ll qualify for Ignition’s $3,000 welcome bonus. It is developed by a DAO, Decentral Games & on this platform users can discover all traditional real-life casino games. Here are the steps begin out|to begin} taking part in} a metaverse casino game. The player-favorite basic, Money Burst® returns, now with the bigger thrills and more possibilities to win BIG money! Big Money Burst™ includes a popular catalyst type “what you see is what you get” mechanic and is launching with the 퍼스트카지노 participating Buried Treasures® and Dean Martin themes.

    উত্তরমুছুন