Join Our Telegram channel! name='keywords'/> গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভে ছবি রাখার অসাধারণ নিয়ম | How to google drive backup

Ticker

10/recent/ticker-posts

Ads

গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভে ছবি রাখার অসাধারণ নিয়ম | How to google drive backup

আপনি কি জানতে চান গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার সম্পর্কে? জানতে চান গুগল ড্রাইভ কি।গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে?প্রযুক্তির ক্রমবর্ধমান ধারায়, আমাদের জীবন হয়ে উঠেছে পরিবর্তনশীল। প্রযুক্তির আশীর্বাদে আমাদের জীবনে ঘটেছে চাক্ষুষ পরিবর্তন। মানুষ এখন প্রযুক্তির কল্যানে, নিজের জীবনের প্রতিটি লক্ষ্য করেছে পরিবর্তনের ছাপ। প্রায় প্রতিটি ক্ষেত্রে, প্রযুক্তির অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। প্রযুক্তির আশীর্বাদে আমাদের জীবনে বিপ্লব ঘটেছে। গুগল ড্রাইভ কি।Google Drive কিভাবে ব্যবহার করব জানতে হলে সাথেই থাকুন।আমাদের মানব জীবনে, নানা ধরণের কাজে একসময় মানুষেরা কাগজ পত্রের মাধ্যমে কাজ করতেন। কিন্তু প্রযুক্তির ক্রমবর্ধমান উর্ধগতির ফলে এখন মানুষ কাগজপত্রের বেড়াজাল ভেঙে কাজ করছে কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটারের ব্যবহারের ফলে, মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে সহজ, সরল ও সাবলীল। এখন কম্পিউটারের ব্যবহার শুধুমাত্র আমাদের কাজের ক্ষেত্রে নয়, বরং আমাদের ব্যক্তিগত নানান ধরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে উঠেছে কম্পিউটার। গুগল ড্রাইভ কি। Google Drive কিভাবে ব্যবহার করব বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের আর্টিকেলটিতে।আমরা আমাদের কোন ধরণের প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করার জন্য কি করে থাকি? খুব যত্ন এবং নিরাপত্তার সহিত তা সংরক্ষণ করে থাকি। তেমনি আমাদের গুরুত্বপূর্ণ ফাইল, ছবি ভিডিও আমরা কোথাও সংরক্ষণ করি? সহজ উওর কম্পিউটারের মাধ্যমে। যদি একান্ত ব্যক্তিগত কোন কিছু হয়ে থাকে তখন কি করি? অবশ্যই তার জন্য কোন ধরণের সেইফ কিছু খুঁজে থাকি। আমাদের ব্যক্তিগত জীবনে ফাইল সহ, নানান গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আমরা সংরক্ষণ করে থাকি একটি সেইফ সফটওয়্যার গুগল ড্রাইভের মাধ্যামে। গুগল ড্রাইভ কি? Google Drive কিভাবে ব্যবহার করব জানতে হলে সাথেই থাকুন। ( how to google drive use )



গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ এ ছবি রাখার অসাধারণ নিয়ম | The extraordinary rule of keeping pictures on Google Drive


গুগল ড্রাইভ কি?

গুগল ড্রাইভ হল গুগলের একটি জনপ্রিয় এবং নিরাপদ একটি সফটওয়্যার নাম। ব্যক্তিগত ফাইল, ছবি, কোন ভিডিওসহ গুরুত্বপূর্ণ কোন ডকুমেন্ট খুব নিরাপদে আমরা যে সফটওয়্যারের মাধ্যমে রাখতে পারি তা হলো গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের মাধ্যমে কোন ধরণের ডকুমেন্টস চুরি হয়ে যাওয়ার ভয় থাকে না। গুরুত্বপূর্ণ ডিভাইজ টি হারিয়ে গেলেও আপনার ডকুমেন্ট থাকবে বেশ নিরাপদে। তাই সকলে বয়স নির্বিশেষে ব্যবহার করে থাকে এই জনপ্রিয় সফটওয়্যারটি। Google Drive কি।গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব জানতে হলে চোখ রাখুন আজকের ব্লগে।

গুগল ড্রাইভের কাজ কি?

গুগল আমাদের ইন্টারনেট জগতের অন্যতম একটি ভরসাযোগ্য সফটওয়্যারের নাম। গুগল ড্রাইভের ফলে আমাদের দিনদিন জীবনে নানা ধরণের কাজ আমরা করতে পারছি কোন ধরণের ঝামেলা ছাড়াই। চলুন তাহলে জেনে নেই গুগল ড্রাইভের কাজ সম্পর্কে:মূলত নিরাপত্তার সহিত আপনি যেকোনো ফাইল আপলোড করতে পারবেন এই সফটওয়্যারের ফলে। গুগল ড্রাইভ আপনার ফাইলটি নিরাপদে রাখতে সাহায্য করবে।গুগল ড্রাইভে খুব সহজে সংরক্ষণ করা যায়। ছবির ফেটে যাওয়ার ভয় থাকেনা এই সফটয়্যারের মাধ্যমে।গুগল ড্রাইভে রয়েছে ১৫ জিবি পরিমান ডাটা। আপনি ইচ্ছামতো আপনার স্টোর কাজে লাগাতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে।আপনি আপলোড দেওয়ার পাশাপশি এডিট এবং শেয়ার সুবিধা দিয়ে থাকে এই জনপ্রিয় সফটওয়্যারটি।গুগল ড্রাইভের কাজ সম্পর্কে নিশ্চয়ই ধারণা পেয়ে গেছেন। জানতে থাকুন গুগল ড্রাইভ কি।গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব।

গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম

আপনার প্রিয় মুহূর্তের ছবি সমূহ আপনি চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন আপনার গুগল ড্রাইভের একাউন্টের মাধ্যমে। কিভাবে আপনি ছবি রাখতে পারবেন এবং সেই সাথে গুগল ড্রাইভে ছবি রাখার নিয়ম সম্পর্কে চলুন তাহলে জেনে নেই:আপনি প্রথমে গুগল ড্রাইভ এপ্লিকেশন ওপেন করে নিতে হবে।এপ্লিকেশন ওপেন করে নিয়ে আপনাকে upload অপশন ক্লিক করে নিতে হবে।upload সেকশন ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে, download অপশন থেকে ছবি গুগল ড্রাইভে আপলোড দিবেন।আপলোডকৃত সেই ছবি আপনি চাইলে যেকোনো একটি নির্দিষ্ট ফোল্ডারে যুক্ত করে রাখতে পারবেন।এই সফটওয়্যারে মাধ্যমে যেকোন ধরণের ছবি ফেটে যাওয়ার সমস্যায় নেই বিধায় আপনি খুব সহজে ছবি রাখতে পারবেন এই সফটওয়্যারে।উল্লেখিত নিয়ম অনুসরণ করে আপনি আপনার গুগল ড্রাইভের মাধ্যমে ছবি খুব সহজেই আপলোড করতে পারবেন।আরও জানুন গুগল ড্রাইভ কি।Google Drive কিভাবে ব্যবহার করব তার নিয়ম।

গুগল ড্রাইভের নিরাপত্তা

গুগল ড্রাইভ একটি নিরাপত্তা প্রদানকারী সফটওয়্যারের নাম। যা আপনার ব্যক্তিগত ফাইল, আপনার ছবি, আপনার যেকোনো জিনিস খুব নিরাপত্তার সহিত প্রদান করবে। নিরাপত্তামূলক সফটয়্যারটি কিভাবে নিরাপত্তা প্রদান করবে চলুন জেনে আসি –গুগল ড্রাইভে ডাটাগুলোকে এনক্রিপ্ট করে তুলে। চাইলেও কেউ আপনার ব্যক্তিগত তথ্যাদি সেখানে থেকে হাতিয়ে নিতে পারবেনা।গুগল ড্রাইভে কোন ধরণের থার্ড পার্টি সফটওয়্যারের এক্সেস নেই। ফলে যে কেউ আপনার একাউন্টে গিয়ে আপনার তথ্যাদি জানতে পারবেন।আপনি যদি ২ স্টেপ ভেরিফিকেশন চালু রাখেন তাহলে আপনাকে আইডিতে কেউ যাওয়ার চেষ্টা করলে আপনি সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করে দিলে এই সমস্যা আর সম্মুক্ষীন হতে হবে না।গুগল ড্রাইভ ওয়্যারলেস নিরাপত্তা প্রদান করে। তাই কোন ধরণের ওয়াইফাই কিংবা ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গুগল ড্রাইভ ব্যবহার করা থেকে নিজেকে বিরত থাকুন।কোন কিছু শেয়ার করার পূর্বে কোথায় শেয়ার করছেন, কার কাছে শেয়ার করছেন তা খেয়াল রাখুন এবং শেয়ার এর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখুন। গুগল ড্রাইভ লেখে প্লেস্টোরে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ